নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুবসংগঠন জাতীয় যুবশক্তির কয়েকজন নেতাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সংগঠনের এক নেতা।
গত রোববার রাতে জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জের সিনিয়র সংগঠক মো. জাহিদুল হক সোনারগাঁ থানায় জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ‘সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ’ নামে একটি ফেসবুক পেজ থেকে তাঁর উদ্দেশ্যে একটি পোস্ট দেওয়া হয়।
ওই পোস্টে মো. জাহিদুল হকের সঙ্গে জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জের আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব অনিক খাঁন সিয়ামের ছবি ব্যবহার করে গালাগালি ও হত্যার হুমকি দেওয়া হয়। পোস্টে উসকানিমূলক ভাষায় তাঁদের বিরুদ্ধে হুমকিসূচক মন্তব্যও করা হয়।
জিডিতে মো. জাহিদুল হক বলেন, তাঁকে একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত দেখিয়ে বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রকাশ করা হয়েছে। এতে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তাঁর জীবন নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। তিনি আরও উল্লেখ করেন, তিনি জাতীয় যুবশক্তি (এনসিপি) নারায়ণগঞ্জের সিনিয়র সংগঠক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমীন জানান, এ ঘটনায় জিডি করা হয়েছে এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কেন্দ্রীয় নেতারা বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ বলেন, থানায় জিডি গ্রহণ করা হয়েছে। ফেসবুক আইডিটি শনাক্তের জন্য সাইবার ক্রাইম ইউনিটের কাছে তথ্য পাঠানো হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




