নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান দলটির নেতারা।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে চিটাগাংরোড ট্রাক স্ট্যান্ড মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে লেভেল প্লেয়িং ফিল্ড অত্যন্ত জরুরি। তিনি অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক সহিংসতার ঘটনা দেশে গভীর ক্ষত তৈরি করেছে।
মাসুম আরও বলেন, মানুষের বানানো আইন দিয়ে স্থায়ী শান্তি আসে না; ন্যায় নিশ্চিত করতে আল্লাহর আইনের অনুসরণ জরুরি।
নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার বিষয়টি মন্তব্য করতে গিয়ে তিনি দাবি করেন, কমিশন যে তারিখে তফসিল ঘোষণা করেছে, তা দলটি আগেই অনুমান করেছিল। তিনি বলেন, নির্বাচনের ঘোষণা দিয়ে যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, তা মোকাবিলা করার দায়িত্ব এখন কমিশনের।
সমাবেশে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মোস্তফা কামাল।
কেন্দ্রীয় শুরা সদস্য ও প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া এলাকার উন্নয়ন নিয়ে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বলেন, “এই এলাকা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে কাজ করা হবে।
নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার অভিযোগ করেন, রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলো দীর্ঘদিন মানুষকে আতঙ্কিত করে রেখেছিল। তিনি বলেন, যারা ভয়-ভীতি দেখিয়ে বাধা দিতে চেয়েছিল, তাদের প্রতিহত করা হয়েছে।
বক্তব্য দেন কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মদ মমিনুল হক সরকার, জেলা সেক্রেটারি হাফিজুর রহমান, মহানগরীর সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, আবু সাইদ মুন্নাসহ অন্যান্য নেতারা। তারা জনগণের অধিকার নিশ্চিত, সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন কার্যক্রম নিয়ে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।
ইসলামী ছাত্রশিবিরের সহযোগিতায় আয়োজিত এই সমাবেশে স্থানীয়ভাবে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অংশ নেন বলে দলীয় সূত্র জানিয়েছে। সঞ্চালনায় ছিলেন সাইফুল ইসলাম রনি ও ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান রাকিব।




