রাজনীতি

প্রশংসায় ভাসছেন ড. ইকবাল ভূঁইয়া

সংঘাত এড়াতে কর্মসূচির স্থান পরিবর্তন, স্বস্তি ফিরেছে সোনারগাঁয়ের রাজনীতিতে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই সরব হয়ে উঠেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা। গ্রাম থেকে শহর-সব জায়গাতেই এখন নির্বাচনী উত্তাপ। হাট-বাজার, মসজিদ, চা-স্টল-রাজনীতি নিয়েই আলাপ চলছে।

এই নির্বাচনী মাঠে সবচেয়ে সংগঠিতভাবে প্রচারণা চালাচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া। তিনি লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও কর্মী সমাবেশের মাধ্যমে ধীরে ধীরে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন।

অন্যদিকে বিএনপির নেতারা এখনো মনোনয়ন প্রত্যাশায় অপেক্ষায় আছেন। তাঁদের প্রচারণা এখনো মূলত শোডাউননির্ভর, ভোটারসংযোগ ততটা জোরালো নয়।

গত মঙ্গলবার (২৮ অক্টোবর) সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় বিএনপি ও জামায়াত উভয় দলের কর্মসূচি একই সময়ে ঘোষণার পর সংঘাতের আশঙ্কা দেখা দেয়। প্রশাসনও তখন সতর্ক অবস্থানে ছিল।

পরিস্থিতি জটিল হয়ে ওঠার আগেই জামায়াতের প্রার্থী ড. ইকবাল ভূঁইয়া নিজ উদ্যোগে তাঁর দলের কর্মসূচির স্থান পরিবর্তন করে কাঁচপুর বাসস্ট্যান্ডে নিয়ে যান। এতে সম্ভাব্য সংঘাত এড়ানো সম্ভব হয়, স্বস্তি ফিরে আসে স্থানীয় রাজনীতিতে।

সোনারগাঁ উপজেলা প্রশাসন, থানা পুলিশ, ডিএসবি ও জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে ড. ইকবাল ভূঁইয়াকে ধন্যবাদ জানানো হয়েছে বলে জানা গেছে।

জামায়াতের নেতাদের ভাষ্য, ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের মানুষ হত্যার ঘটনার ‘লগি-বৈঠা দিবস’ উপলক্ষে প্রতি বছরই দলটি সারাদেশে কর্মসূচি পালন করে সেই নির্মম হত্যাকান্ডের বিচার দাবি করেন। যদিও যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ২৭ অক্টোবর। কিন্তু হঠাৎ একই দিনে ২৮ অক্টোবর বিএনপি পালন করতে চায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী। দুই কর্মসূচি একই স্থানে পড়ায় উত্তেজনা সৃষ্টি হয়। জামায়তের এমপি প্রার্থী ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়ার উদ্যোগে তা প্রশমিত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button