সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

২০০৬ সালের আওয়ামী সন্ত্রাসীদের ‘লগি–বৈঠা’ ঘটনার বিচার দাবিতে এই কর্মসূচি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ‘লগি–বৈঠা’ ঘটনার প্রতিবাদে ও নিহতদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার বিকেলে উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চল এলাকার বাসস্ট্যান্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা ইসহাক। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ–৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি আসাদুল ইসলাম আসাদ মোল্লা, জামায়াত নেতা ইবরাহীম ও খোরশেদ দেওয়ান প্রমুখ।

  • বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীতে ‘লগি–বৈঠা সন্ত্রাসের’ ঘটনায় নিরীহ মানুষ নিহত হলেও এর বিচার এখনো হয়নি। বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া জাতির জন্য কলঙ্ক।

Related Articles

Leave a Reply

Back to top button