সোনারগাঁয়ের খবর
সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
২০০৬ সালের আওয়ামী সন্ত্রাসীদের ‘লগি–বৈঠা’ ঘটনার বিচার দাবিতে এই কর্মসূচি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ‘লগি–বৈঠা’ ঘটনার প্রতিবাদে ও নিহতদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার বিকেলে উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চল এলাকার বাসস্ট্যান্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা ইসহাক। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ–৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি আসাদুল ইসলাম আসাদ মোল্লা, জামায়াত নেতা ইবরাহীম ও খোরশেদ দেওয়ান প্রমুখ।
- বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীতে ‘লগি–বৈঠা সন্ত্রাসের’ ঘটনায় নিরীহ মানুষ নিহত হলেও এর বিচার এখনো হয়নি। বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া জাতির জন্য কলঙ্ক।




