সংগঠন

সোনারগাঁয়ের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে মানববন্ধন করবো-খন্দকার এম. এ. হক

নিজস্ব প্রতিবেদক :

“আমরা নারায়ণগঞ্জের সন্তান” সংগঠনের উদ্যোগে নদী ও পরিবেশ রক্ষায় আলোচনা সভার অনুষ্ঠানে এ কথা বলেন, উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী ও কানাডার অন্টারিও প্রদেশের কমিশনার খন্দকার এম. এ. হক কায়জার।

“আমরা নারায়ণগঞ্জের সন্তান” সংগঠনের উদ্যোগে ‘নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও’ শীর্ষক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে শনিবার (০৪ই অক্টোবর) দুপুর ১২ টায় সোনারগাঁয়ের কলাপাতা রেষ্টুরেন্টে।

আলোচনায় বক্তারা বলেন, ভাড়াটিয়ারা মিল-কারখানা করে আমাদের নারায়ণগঞ্জের কৃষি জমি, খাল-বিল, নদী-নালা, খাস জমি অব্যাহত ভাবে দখল করে যাচ্ছে। পরিবেশ দূষণ করছে নির্বিকারে। অপরিকল্পিত শিল্প সম্প্রসারণের ফলে নদী দখল ও বর্জ্য দূষণে নদী নালার পানি থেকে দূর্গন্ধ ও হাড়িয়ে গেছে আমাদের মৎস্য সম্পদ। ঘনবসতি এলাকায় লোহার মিলের কালো ধোঁয়াতে বায়ুদূষণে বিপর্যস্ত আমাদের পরিবেশ। অপরদিকে স্থানিয়দের কোন কর্মসংস্থানের কোন ব্যবস্থা হচ্ছে না এ সব মিল কারখানায়। ফলে অনেকেই দিন দিন সোনারগাঁ ছেড়ে চলে যাচ্ছেন চিরতরে। তাই এখনই এসব বন্ধ না করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।

সভায় নদী ও পরিবেশ রক্ষার পাশাপাশি সোনারগাঁয়ের বিভিন্ন সামাজিক সমস্যা যেমন- ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান নাই, যানজট, মাদকের অভয়ারণ্য, ভাংঙ্গাচুড়া রাস্তাঘাট ও কালভার্ট, বর্জ্য ব্যবস্থাপনা না থাকা ও জলাবদ্ধতা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা এসব সমস্যা সমাধানে প্রশাসনসহ নাগরিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোক্তার হোসেন আজাদ। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ভিপি পারভেজ ও গাজী মোবারক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফাহাদুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন মাসুম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রেমিট্যান্সযোদ্ধা, সমাজসেবক এবং সংগঠনের সদস্যরা।

সভায় সবার কথা শুনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী ও কানাডার অন্টারিও প্রদেশের কমিশনার খন্দকার এম. এ. হক কায়জার। এ সময় তিনি আশ্বাস দেন সোনারগাঁয়ের জন্য আমি আপনাদের পাশি আছি। আপনাদের ন্যায্য দাবি আদায়ের জন্য প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে মানববন্ধন করবো। এ ব্যবস্থা আমি করবো আপনারা ঐক্যবদ্ধ হোন। যেখান যা লাগে আমি আছি।

সভা শেষে নদী ও পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মানববন্ধন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নারায়ণগঞ্জকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button