রাজনীতি

পিরোজপুর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন জয় করতে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন জামায়াত নেতা প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

বুধবার ২৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ৫,৭ ও ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দুপুর তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ করে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট ও দোয়া চান।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্দিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়ার সাথে গণসংযোগে অংশগ্রহণ করেন, সোনারগাঁ দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান মোল্লা, পিরোজপুর ইউনিয়ন জামায়াতের আমির নূরুল ইসলাম,পিরোজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কবির হোসেনসহ স্থানীয় জামায়াতের কর্মী ও সমর্থকরা।

এবার নির্বাচনে কুরআনের পক্ষে, ইসলামের পক্ষে কোরআনের সংবিধান সংসদে কায়েমের লক্ষ্যে অসংখ্য নেতাকর্মীদের সাথে নিয়ে নেমে পড়েন গণসংযোগে। ছুটে চলছেন দুর্বার গতিতে ভোটারদের দ্বারে দ্বারে অভিষ্ট লক্ষ্য অর্জনের জন্যে।

ভোটারদের মনোযোগ আকর্ষণ ও প্রচারণায় যেন একটি মুহূর্ত অলস সময় কাটাতে রাজি নন জামায়াত।

এ বিষয়ে প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়ার সাথে কথা বললে তিনি বলেন, আল কুরআনের সমাজ ও রাষ্ট্র কায়েমের জন্য প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করতে হবে। তাই আমাদের আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ।

৫ই আগস্টের পর থেকে যেকোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক অরাজনৈতিক শক্তির দ্বারা সাধারণ মানুষের ক্ষতি বা অন্যায় ঘটলে তার প্রমাণ সংরক্ষণ রাখার আহ্বান জানান তিনি।

প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া বলেন, তিনি যদি সোনারগাঁয়ের এমপি নির্বাচিত হন, তাহলে প্রতিটি মজলুমের পাশে দাঁড়িয়ে তাদের সমস্ত পাওনা আদায় করানো বা ফিরিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন,সোনারগাঁয়ে যত বড় প্রভাবশালী বা শক্তিধর ক্ষমতাধর ব্যক্তি থাকুন না কেন, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ মানুষের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ।

Related Articles

Back to top button