নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দূর্গা পূজা সফলভাবে উদযাপন করতে বিএনপির পক্ষ থেকে ৩৫টি পুজা মন্ডপের নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান দিয়েছেন। নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এ অনুদান প্রদান করেন।
মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) দুপুরবেলা উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে সোনারগাঁ উপজেলা বিএনপির উদ্যোগে এই আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় ৩৫টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাথে মতবিনিময় সভা ও তাদের ভূরিভোজন করান।
এই অনুষ্ঠানে সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহসভাপতি রফিকুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমেন খাঁন, সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমিত রায়।