সোনারগাঁয়ের খবর

জামায়াত চাঁদাবাজি করে না, কাউকে চাঁদাবাজি করতে দিবেও না – ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক :

  1. বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদাবাজি করে না, কাউকে চাঁদাবাজি করতে দিবে না। জামায়াত দখলবাজি করে না, কাউকে দখল বাজি করতে দিবে না। জামায়াত সন্ত্রাসী করে না, কাউকে সন্ত্রাসী করতে দিবে না বলে মন্তব্য করেছেন জামায়াত মনোনীত (নারায়ণগঞ্জ ৩) সোনারগাঁ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ডক্টর মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

১২ই সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় চরকিশোরগঞ্জ বাজারে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

গণ সংযোগের পথসভায় তিনি আরো বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করেছে। আমি স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং একই সাথে ২০২৪ সালের ৩৬ শে জুলাইয়ের  সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে অসুস্থ ও অঙ্গ হারানো জুলাই যোদ্ধাদের পূর্ণ সুস্থতা কামনা করছি। গত ১৬টি বছর এদেশের জনগণ আওয়ামী ফ্যাসিস্টদের  অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়েছিল কিন্তু গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পরও পরিপূর্ণ স্বাধীন হতে পারেন। এখনো বাংলাদেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজ, জুলুমবাজ ও দখলবাজ বিদায় নেয়নি। আগে যারা চাঁদাবাজি করতো এখনো সেই জায়গায় অন্য কেউ চাঁদাবাজি করছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর স্পষ্টবার্তা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদাবাজি করে না কাউকে চাঁদাবাজি করতে দিবে না। জামায়াত দখল বাজি করে না কাউকে দখলবাজি করতে দিবে না। জামায়াতে ইসলামী সন্ত্রাসী করে না কাউকে সন্ত্রাসী করতে দিবে না।

Related Articles

Leave a Reply

Back to top button