সম্প্রতি রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত সকল শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় সোনারগাঁয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিসমিল্লাহ এনএম যুলফিকার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় রবিবার বাদ মাগরিব মোগরাপাড়া চৌরাস্তায় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির কার্যালয়ে এই দোয়া মাহফিলের অঅনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসমিল্লাহ এনএম যুলফিকার ফাউন্ডেশন-এর ভাইস চেয়ারম্যান মোঃ মুক্তার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন—
“এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল মুখগুলো চিরতরে নিভে গেছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন তাদের পরিবারকে এই শোক সইবার শক্তি দেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার আক্তার হাবিব, প্রতিবন্ধী ও শিশু যুব কল্যাণ পরিষদের সভাপতি সরদার এম এ মহিন, এইড ফর ম্যান ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মোঃ শাহজালাল মিয়া, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীজানুর রহমান, সোনারগাঁ কমিটির সভাপতি মোঃ ফজলুল হক ভূইয়া, সংগঠনের সদস্য মোবারক হোসেন, আল আমিন, সিফাত ও মারুফ, বাংলাদেশ তথ্য ও মানবাধীকার ফাউন্ডেশনের আঞ্চলিক শাখার সভাপতি শামিম হোসেন, মোঃ আব্দুল হক মিয়া, এনসিপি জেলা সদস্য মোঃ মোস্তফা, সাংবাদিক মোক্তার হোসেন, কামরুল ইসলাম পাপ্পু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।