নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী কলতাপাড়া ফাজিল মাদ্রাসাকে শীঘ্রই কামিল শ্রেনীতে উন্নীত করা হবে এবং জেলার মধ্যে শ্রেষ্ঠ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কথা বলেছেন নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।
গত ২৪শে মে শনিবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ মনোনয়ন দেওয়া হয়।
ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, কলতাপাড়া মাদ্রাসাটি অনেক পুরনো ও ঐতিহ্যবাহী হলেও গত দুই দশকে এখানে তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। শিক্ষার মানের দিক থেকেও অনেক পিছিয়ে পড়েছিল। তাই শীঘ্রই কামিল শ্রেনীতে উন্নীত করে, এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে শুধু সোনারগাঁ নয়, বরং জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এবং উঁচু মানের আলেম ও মুফাসসিরে কোরআন তৈরির দায়িত্ব এই গভর্নিং বডির।
তিনি বলেন, যত দ্রুত সম্ভব মাদ্রাসাটিকে কামিল শ্রেনীতে উন্নীত করা হবে এবং আলিম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ চালু করা হবে। ইতিমধ্যেই বোর্ডের সঙ্গে কথা বলে বিষয়গুলো নিশ্চিত করেছি।
মাদ্রাসাটিকে একটি মডেল ও আধুনিক শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা চেয়েছেন প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।
জানাগেছে, দায়িত্ব পাওয়ার পর প্রথম ২৭ মে মঙ্গলবার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য মাদরাসায় যান প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।