সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে সরকারি প্রাথমিক স্কুলগুলীতে দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা

নিজস্ব সংবাদদাতা :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি প্রাথমিক স্কুলগুলীতে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যে এবং উপস্থিতি বাড়াতে “মিড ডে মিল” দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে প্রথম পর্যায়ে উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩০ টি বিদ্যালয়ে এই “মিড ডে মিল” আয়োজন করা করেছেন।

প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগ প্রশংসনীয়। এতে শিক্ষার্থী ঝড়ে পড়ার হার হ্রাস পাবে এবং শিক্ষার্থীরা পড়াশোনায় মননিবেশ করার আগ্রহ প্রকাশ করবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে ৩০ টি বিদ্যালয়ে এ আয়োজন করা হয়েছে। স্থানীয় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহায়তায় এ কার্যক্রমকে স্থায়ী রূপ দেয়া হবে। যেনো কোন শিক্ষার্থীকে দুপুরে না খেয়ে থাকতে না হয় এবং ঝরে পড়া শিক্ষার্থীদের হার শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়।

এছাড়াও প্রতিটি বিদ্যালয়কে দৃষ্টিনন্দন ও শিক্ষার্থীদের পড়ার জন্য উপযুক্ত পরিবেশ করার জন্য বিদ্যালয়ের আঙ্গিনায় ফুলের বাগান করার কার্যক্রম হাতে নিয়েছি৷ ইতোমধ্যেই ৩০টি বিদ্যালয়ে এ কার্যক্রম দৃশ্যমান। এসব কার্যক্রম আমি নিজে থেকে উদ্বোধন করেছি।

Related Articles

Leave a Reply

Back to top button