সোনারগাঁয়ের খবর

সোনারগাঁও পৌরসভা জামায়াতের উদ্যোগে ঈদ উপহার পৌঁছে দিল বাড়ি বাড়ি

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা জামায়াতের উদ্যোগে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ একশত পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিল বাড়ি বাড়ি।

রবিবার ৩০ মার্চ পৌরসভার ১৩ টি এলাকায় জামায়াত নেতা ও কর্মীদের নিজস্ব অর্থায়নে এই ঈদ উপহার প্যাকে পৌঁছে দেয় ঘরে ঘরে। এতে ছিলো, গরুর গোস্ত, পোলাও চাল, চিনি, শ্যামাই ও রান্নার তেল।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লা বলেন, আমরা বাছাই করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত লোকদের টার্গেট করে সুশৃঙ্খল ভাবে সম্মানের সাথে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে পৌছাইছি। এসময় আমরা উপহার গ্রহণকারী কারো ছবি বা ভিডিও করা থেকে বিরত ছিলাম। আসলে আমরা কাউকে নিচু করে দেখাতে চাই না।

আমরা প্রতিবছরের ন্যায় এবারও আল্লাহর অশেষ কৃপায় এই কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাই। তাই প্রতি বছর পবিত্র রমজান মাসেই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Related Articles

Back to top button