সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে গ্যারেজের তালা ভেঙ্গে ৫টি অটোরিকশা চুরি

সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের পাঁচপীর মাজার সংলগ্ন ভাগলপুর গ্রামে একটি গ্যারেজের তালা ও শাটার ভেঙ্গে ৫টি অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে গ্যারেজের মালিক মো. আলী হোসেন সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এতে তিনি উল্লেখ করেন, তিনি ভাগলপুরে নিজ বাড়িতে একটি অটোরিকশার গ্যারেজ তৈরি করে এতে পাঁচটি অটোরিকশা রাখতেন। তিনি নিজেও একটি অটোরিকশা চালাতেন।

গত শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে গাড়ি গ্যারেজে রেখে ঘুমাতে যান। শনিবার ভোরে  প্রতিবেশীরা তাকে ঘুম থেকে ডেকে তুলে জানান, তার গ্যারেজের শাটার খোলা, কোনো অটোরিকশা নেই। বিভিন্নস্থানে খোঁজাখুজি করে অবশেষে শনিবার রাতে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার এসআই মো. মাসুদ জানান, মো. আলী হোসেন নামে এক ব্যাক্তি তার গ্যারেজের তালা ভেঙ্গে ৫টি অটোরিকশা চুরির অভিযোগ করেছেন। এ ব্যাপারে সোনারগাঁও থানার এসআই আব্দুল জলিলকে তদন্তভার দেওয়া হয়েছে।

এসআই আব্দুল জলিল বলেন, তিনি অভিযোগের কপি পাওয়ার পর থেকে ওই অটোরিকশা চোরদের সিন্ডিকেট ধরতে অভিযান চালাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Back to top button