বন্দর

বন্দরে বাল্কহেডের ধাক্কায় ডুবে গেছে যাত্রীবাহী নৌকা

শীতলক্ষ্যা নদীতে বন্দরের বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। শনিবার (১ ফেব্রুয়ারী) বন্দরের নবীগঞ্জ খেয়াঘাটে বেলা সাড়ে ৩ টায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নবীগঞ্জ ঘাট থেকে দুটি নৌকা নারায়ণগঞ্জের আসছিল। এ সময় শীতলক্ষ্যা নদীর মাঝখানে এক সঙ্গে দুটি নৌকাকে ধাক্কা দেয় বাল্কহেডটি। এতে একটি নৌকা সেখানেই ডুবে যায়। ঘটনার সাথে সাথে আশপাশে থাকা নৌকা ও ট্রলার গিয়ে যাত্রীদের উদ্ধার করে। অনেকেই সাঁতরে তীরে উঠেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার গোলাম মোস্তফা বলেন, ঘটনার তথ্য পেয়েই আমাদের টিম সেখানে গিয়ে উদ্ধারের কাজ শুরু করে। এ ঘটনায় এখনও নিখোঁজ যাত্রীদের কোন তথ্য পাওয়া যায়নি। ডুবে যাওয়া নৌকার একই পরিবারের ৩জনসহ নয়জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button