পুলিশ

সোনারগাঁয়ে গাঁজা ও ফেনসিডিলসহ ২ যুবক আটক

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ দুই যুবক আটক করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ বারী। এর আগে শুক্রবার ৩ টায় উপজেলার মেঘনা টোলপ্লাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার কোতয়ালী থানার সুজানগর এলাকার নজরুল ইসলামের ছেলে নাজমুল (২৮) ও একই জেলাও থানার খামার কৃষ্ণপুর এলাকার মৃত মর্তুজ আলীর ছেলে কামরুজ্জামান (২৮)।

পুলিশ জানায়, মেঘনা টোলপ্লাজার এলাকায় পুলিশের অভিযান পরিচালনা করা হয়ে। এসময় কুমিল্লা থেকে ঢাকা গামী একটি পিকআপ গাড়ীকে সংকেত দিয়া থামানো হয়। তখন গাড়ী হইতে দুইজন লোক নেমে কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। এরপর তাদের কাছে থেকে মোট ১৬ কেজি গাঁজা ও ১০০ বাতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ও জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য বহন করে এনে দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। আজ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button