জাতীয়

বাংলাদেশিদের জন্য বন্ধ হতে পারে অনেক দেশে যাওয়ার সুযোগ!

টুরিস্ট ভিসার অপব্যবহারের কারণে আন্তর্জাতিক পর্যটনের সুযোগ সংকুচিত হচ্ছে বাংলাদেশের নাগরিকদের জন্য। অনেক দেশ এখন বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা প্রদান কঠোর করে তুলছে, এমনকি কিছু ক্ষেত্রে বন্ধও করে দিচ্ছে।

যারা বছরে এক-দুইবার ছুটিতে বিদেশে ঘুরতে যান, তাদের জন্য ভিসা পেতে এখন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। একজন পর্যটক জানান, “অ্যাম্বাসিতে বিশ্বাস করাতে কষ্ট হয় যে আমরা সত্যিকারের ঘুরতে যাচ্ছি। প্রচুর প্রমাণপত্র দেখাতে হয়, এমনকি তাদের আমাদের অফিস পরিদর্শনের অনুরোধও থাকে।”

আরেক ভুক্তভোগী বলেন, “অনেকে টুরিস্ট ভিসায় বিদেশে গিয়ে অবৈধভাবে বসবাস ও চাকরিতে জড়িয়ে পড়ছে। এর ফল ভোগ করতে হচ্ছে আমাদের মতো প্রকৃত পর্যটকদের। ভিসা পেতে এখন অনেক ঝামেলা পোহাতে হচ্ছে।”

গত কয়েক বছরে বেশ কিছু দেশ বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করেছে বা সীমিত করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কম্বোডিয়া এবং মধ্য এশিয়ার কয়েকটি দেশ। সর্বশেষ সংযোজন হিসেবে ভিয়েতনামও তাদের ভিসা নীতিতে কঠোরতা এনেছে।

বিশেষজ্ঞরা মনে করেন, পর্যটনের আড়ালে মানবপাচারের মতো অনৈতিক কার্যক্রম এই সংকটের মূল কারণ। আটাবের সাধারণ সম্পাদক আফসিয়া জান্নাত সালেহ বলেন, “টুরিস্ট ভিসার নামে লোক পাঠিয়ে তাদের স্থায়ীভাবে থেকে যেতে উৎসাহিত করা হচ্ছে। এতে ভিসা নীতিতে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ছে। ফলে প্রকৃত পর্যটকরা সমস্যায় পড়ছেন।”

Related Articles

Back to top button