প্রবাসীদের খবর

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম)। রাজধানী কুয়ালালামপুরের পর্যটকদের ব্যস্ততম এলাকা বুকিত বিনতাং থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, সাধারণ মানুষের অভিযোগ ও তদন্তের ভিত্তিতে কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) সহযোগিতায় রাত সোয়া ৭টার দিকে অভিযান চালানো হয়।

তিনি জানান, অভিযানে ৭১ জন বাংলাদেশি, মায়ানমারের ৬০, ইন্দোনেশিয়ার ২৪, নেপালের ১৬, পাকিস্তানের ৩, মিসর ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।

১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি) এবং ধারা ১৫(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(বি) ধারার অধীনে বৈধ কাগজপত্র না থাকা এবং দেশে অতিরিক্ত সময় অবস্থানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নথিপত্র এবং পরবর্তী পদক্ষেপের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

Related Articles

Back to top button