আন্তর্জাতিক

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৮৬

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার রাজ্যে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ৮৬ জন নিহত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) ট্যাঙ্কার থেকে মোটর দিয়ে ট্রাকে পেট্রল স্থানান্তরের সময় বিস্ফোরণটি ঘটে।

নাইজার রাজ্যের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র ইব্রাহিম অদু হুসেইনি বলেন, গতকাল দুপুর ১২টা থেকে আজ রোববার পর্যন্ত আমরা ৮৬টি পোড়া লাশ দাফন করেছি।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, লাশগুলো দাফন করতে আমাদের ১৪ ঘণ্টা সময় লেগেছে, কারণ আমরা এক্সক্যাভেটর পাইনি। স্থানীয়দের দিয়ে ‘গণকবর’ খুঁড়তে হয়েছে।

তিনি বলেন, বিস্ফোরণে আরও ৫২ জন ‘মারাত্মকভাবে দগ্ধ’ হয়েছেন। বিস্ফোরণে ১৫টি দোকানও ধ্বংস হয়ে গেছে।

ফেডারেল রোড সেফটি কর্পসের নাইজার রাজ্যের সেক্টর কমান্ডার কুমার সুকওয়াম বলেন, ট্যাংকারটি উল্টে যাওয়ার পর লোকজন ছড়িয়ে পড়া পেট্রোল নিতে ছুটে আসে। এক পর্যায়ে ট্যাংকারটিতে আগুন ধরে যায় এবং আরেকটি ট্রাকে ছড়িয়ে পড়ে। নিহতদের অধিকাংশই এতটাই দগ্ধ হয়েছেন যে, তাদের চেনা যাচ্ছে না।

নাইজারের গভর্নর মোহাম্মদ বাগো এক বিবৃতিতে বলেছেন, ট্যাংকার বিস্ফোরণে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু লোক মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি এ ঘটনাকে ‘উদ্বেগজনক, হৃদয়বিদারক ও দুর্ভাগ্যজনক’ বলে বর্ণনা করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button