সবার আগে আমাদের ভালো হতে হবে তাহলে নারায়ণগঞ্জ ভালো হবে : মাওলানা মঈনুদ্দিন
কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ বলেন, সবার আগে আমাদের ভালো হতে হবে তাহলে নারায়ণগঞ্জ ভালো হবে। কেননা নারায়ণগঞ্জের কোন প্রতিষ্ঠানে গেলে সবার আগে ঘুষ দিতে হয়।
একটি প্রতিষ্ঠান থেকে একলোক টাকা তুলতে আসলে তাকে জোরে সুরে বলেন, আপনার কাছ থেকে কোন টাকা নিয়েছে কেউ বলেন? দেখুন টাকা ছাড়া কোন কিছুই পাস হয় না তাহলে মিথ্যা কথা বলে লাভ কি। নারায়ণগঞ্জে যানজট মুক্ত করতে হবে। আল্লাহর আইনে এ দেশ চললে সব কিছুই ঠিক হয়ে যাবে।
আমরা কেমন নারায়ণগঞ্জ চাই গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। শনিবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ৬ষ্ঠ তলায় নারায়ণগঞ্জের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী বর্গ ও রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের নিয়ে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের সভাপতি ও আমরা নারায়ণগঞ্জের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ এর সভাপতিত্বে বাংলাদেশ কেন্দ্রীয় জামাতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মঈনুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গিয়াসউদ্দিন, বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার, মহানগর বিএনপির সভাপতি এড, সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এড, আবু আল ইউসুফ খান টিপু, মহানগর ইসলামি আন্দোলনের সভাপতি মাসুম বিল্লাহ, এড, মাহবুবুর রহমান মাসুম, ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউল রাব্বি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় সকল সাংবাদিকবৃন্দ।