বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিত যুদ্ধ বাঁধাতে চাইছে: অভিযোগ মমতার মন্ত্রীর
ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতির মাঝে সীমান্তে মাটি খুঁড়ে রীতিমতো বাঙ্কার বানিয়ে অবস্থান নিয়েছে বিএসএফ। কোথাও আবার নিজেরা সরে গিয়ে গ্রামবাসীদের এগিয়ে দিয়ে নির্মাণ করছে কাঁটাতারের বেড়া। বিজিবির ক্ষেত্রেও সীমন্তের ব্যাপক তৎপরতার চিত্র সামনে এসেছে। স্বাধীনতার পর থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রথমবারের মত যখন এমন উত্তেজনার পরিস্থিতি ঠিক তখনই বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিত যুদ্ধ বাঁধাতে চাইছে বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
শনিবার (১১ জানুয়ারি) কলকাতা পৌর সংস্থায় একটি স্মরণসভা অনুষ্ঠানে এসে বর্ষীয়ান তৃণমূলের শ্রমিক নেতা ও মন্ত্রী শোভনদেব বলেন, ‘বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। এখানেই থেমে না থেকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ও সীমান্ত পরিস্থিতি নিয়ে একের পর এক নেতিবাচক মন্তব্য করেন শোভন।’
শোভন বলেন, আমাদের সীমায় আমরা কাঁটার বেড়ায দিলে তাদের কি। আমরা তাদের জমিতে গিয়ে তো কিছু করছি না। বিস্ফোরক দাবি করে তিনি বলেন, সাম্প্রতিক বাংলাদেশের ঘটনায় কিছু কিছু দেশের ইন্ধন আছে বলে আমার মনে হয়। তার দাবি বাংলাদেশের ঘটনায় ভারত সরকারকে আরো পজিটিভ পদক্ষেপ নেয়া উচিত।