শীতার্ত মানুষের মাঝে ফতুল্লা থানা জামায়াতের শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উত্তর থানা শাখার আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে ফতুল্লা থানার ভুইগড় বাস স্ট্যান্ড এর পশ্চিম পাশের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ মমিনুল হক সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মজিবুর রহমান মিয়াজী, মুফতী জাহাঙ্গীর আলম, মহানগরীর শুরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট মাইনুদ্দিন মিয়া।
ফতুল্লা (উত্তর) থানার সেক্রেটারি হাফেজ এনামুল হক এর সভাপতিত্বে ও আমিন আহমাদ মাস্তান এর সঞ্চালনায় স্থানীয় নেতুবুন্দ বক্তব্য প্রদান করেন।
এসময় বক্তারা বলেন, জামায়াতে ইসলাম মানুষের কল্যাণে কাজ করে থাকে। সবার সুখ-দুঃখ ভাগাভাগি করে একটি মানবিক সমাজ বিনির্মাণে দলটি সর্বদা সচেষ্ট। চলমান তীব্র শীতে অসহায় শীতার্তদের কথা চিন্তা করে জামায়াতে ইসলাম দেশব্যাপী শীতবস্ত বিতরণ করছে।
এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলাজুড়ে কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে জেলা ফতুল্লা থানায় শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মানবিক এই কর্মসূচি অব্যাহত থাকবে।