ফতুল্লা

রাইফেল ক্লাবের অস্ত্র এখনো কেন উদ্ধার করা হয় না : এড. মাসুম

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের যুগ্ম আহ্বায়ক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম বলেন, অন্তবর্তীকালীন সরকার এসে বলেছিল, ত্বকী হত্যার বিচার হবে। র‌্যাব সক্রিয় হয়েছিল, কয়েকজনকে গ্রেপ্তারও করেছিল, কিন্তু এখন র‌্যাব নিস্ক্রিয়। যোগাযোগ করা হলে তারা বলে, ‘দেখছি’। এত বড় নৃশংস হত্যাকাণ্ডের ১২ বছর হয়ে যাচ্ছে, আর আপনারা বিচার করতে পারছেন না? অবিলম্বে তদন্ত শেষ করে চার্জশীট জমা দিন। গতকাল বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যার ১৪২ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্জলন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “র‌্যাবের কিছু তদন্তকারী কর্মকর্তার দেওয়া খসড়া চার্জশীটে বলা হয়েছে, ত্বকীকে হত্যার কারণ ছিল—শামীম ওসমান নির্দেশ দিয়েছিলেন এবং তার পরিবারের সদস্য আজমেরীসহ অন্যরা হত্যাকাণ্ডটি সংগঠিত করেছিলেন। কিন্তু তারা আজও ধরতে পারছেন না, আর আপনি ক্ষমতায় বসে আছেন। আমরা এ ব্যর্থতা মেনে নিতে পারি না।”

তিনি প্রশ্ন তুলে আরো বলেন, বাংলাদেশের ঐতিহ্য রাইফেল ক্লাবের অস্ত্র লুট করে ছাত্র-জনতার উপর ঝাঁপিয়ে পড়েছিল শামীম ওসমান ও তার বাহিনী। এই অস্ত্রের দায়ভার কে নেবে? প্রশাসনের কাছে জানতে চাই, কেন রাইফেল ক্লাবের অস্ত্র উদ্ধার করা হয় না ? ওদের দোসররা এখনও নারায়ণগঞ্জে কীভাবে দাপিয়ে বেড়াচ্ছে? মোহাম্মদ আলীরা কীভাবে আজও বিভিন্ন সংগঠনের নির্বাচনে প্রভাব সৃষ্টি করে, যেভাবে ওসমান পরিবারের উপদেষ্টা হিসেবে করত?”
তিনি যানজটের সমস্যা নিয়ে বলেন, যানজট নিয়ন্ত্রণের দায়িত্বে প্রশাসন, পুলিশ রয়েছে। তাদের ব্যর্থতার গ¬ানি আপনাদের হবে, কিন্তু আমরা ভুক্তভোগী। আমাদের শহরকে সুন্দর করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তিনি আরো বলেন, র‌্যাব অনেক বিশ্বাস-অবিশ্বাসের সৃষ্টি করেছে। তারা ত্বকী হত্যার পূর্ণাঙ্গ তদন্ত করেছে, কিন্তু এখনো চার্জশীট দিচ্ছে না। দয়া করে চার্জশীট দিন, শামীম ওসমানকে আসামি করুন। ত্বকী, সাগর-রুনী, তনুসহ অন্যান্য হত্যাকাণ্ডের বিচার হলে তা আমাদের জন্য কল্যাণকর হবে। অমঙ্গলের সংকেত না দিন, আমরা তা দুমড়ে-মুচড়ে ফেলে দিতে পারি।”

এ সময় নারায়ণগঞ্জের সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা কমিটির সমন্বয়কারী তরিকুল সুজন, বাসদ সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, এড.আওলাদ হোসেনসহ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button