সোনারগাঁয়ের খবর

সোনারগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রাচীর নির্মাণ করে জমি দখল

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের দড়িকান্দি জাহিদেরগাঁও এলাকায় সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে ফিল্মি কায়দায় এক ব্যবসায়ীর ক্রয়কৃত জমিতে জোরপূর্বক দেয়াল নির্মাণ করে দখলে নেওয়ার চেষ্টা চালানো হয়েছে।

গত রোববার রাতে ডিপ্লেট ঔষধ কোম্পানির মালিক প্রভাবশালী লায়ন হাবিবুর রহমান স্থানীয় একটি ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক এ চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠে।

গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কলাপাতা বার্গার হাউজে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাফুড এন্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী এসএম জামালউদ্দিন এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যবসায়ী এসএম জামালউদ্দিনের আপন দুই ভাগিনা তরিকুল ইসলাম ও মামুন মিয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- বাংলা ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী এসএম জামালউদ্দিন।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী জামালউদ্দিন অভিযোগ করেন, তাদের ক্রয়কৃত ১০ শতাংশ জমি নিয়ে ডিপ্লেট ঔষধ কোম্পানির মালিক প্রভাবশালী লায়ন হাবিবুর রহমানের সাথে তার দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ অবস্থায় ওই মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত আদালত উভয়পক্ষকে ওই জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন।

তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত রোববার রাতে সোনারগাঁও উপজেলা বিএনপির এক প্রভাবশালী নেতার সহযোগিতায় অর্ধশতাধিক সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে ডিপ্লেট ঔষধ কোম্পানির লোকজন ওই জমিতে জোরপূর্বক দেয়াল নির্মাণ কাজ শুরু করে।

এসময় আদালতের নিষেধাজ্ঞার কথা বলে বাধা প্রদান করা হলেও তা তারা উপেক্ষা করে কাজ চলমান রাখে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের পর পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ করা হয়। ঘটনার পর থেকে পুরো জাইদেরগাঁও এলাকায় আতংক বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে জালালউদ্দিন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে ফাঁসানোর জন্য ডিপ্লেট ঔষধ কোম্পানির মালিক আমাকে অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছে।  আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টার ব্যাপারে আমরা নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আসিফ ইমাম ও সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারীর কাছে একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করেছি।

আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় সন্ত্রাসী বাহিনী নিয়ে যাতে বিরোধীকৃত জমি দখলে না যেতে পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Back to top button