প্রবাসীদের খবর

সোনারগাঁবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রেমিটেন্স যোদ্ধা সবুজ

নিজস্ব প্রতিবেদক :

সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের কৃতিসন্তান মালায়শিয়া প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির সমর্থক সোহানুর রহমান সবুজ শুভেচ্ছা বার্তা দিয়েছেন দেশবাসীকে বিশেষ করে তার প্রিয় সোনারগাঁসীকে।
Happy New Year 2025.

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রবহমান স্রোতের মতো বয়ে চলেছে আমাদের জীবন এক এক করে জীবন থেকে খসে পড়েছে মূল্যবান আরো একটি বছর, চিরায়িত নিয়মে পাল্টে যাচ্ছে ক্যালেন্ডার। Happy New Year 2025। সুখের স্মৃতি রেখে মনে দুঃখের স্মৃতি যেও ভুলে, মিশে থেকো আপন জনে, মান অভিমান সব ভুলে, আশার প্রদীপ রেখো জেলে হাজার সূর্য সবার চোখে, সবাই মিলেমিশে থাকবো সুখে।

২০২৪ সালকে বিদায় জানিয়ে নতুন করে নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানায়, সকলকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আসুন আমরা চেষ্টা করি পুরোনো বছরের সকল দুঃখ- কষ্ট দুর্দশা কে ভুলে গিয়ে আজকে নতুন বছর নতুন দিনে আমাদের নিজের পরিবারের ও দেশবাসীর সকল পরিবারের সাথে, একসাথে নতুন বছরকে বরণ করি। তবুও ২০২৪ সালকে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৫ সালকে আমরা সবাই স্বাগত জানাই। ২০২৫ সাল নতুন করে নিয়ে আসতে পারে আমার আপনাদের জীবনের সকল সুখ ও আনন্দ।

হে প্রিয় দেশবাসী,আসুন নতুন বছর শুরু করি পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে। আমাদের জীবনে নতুন স্বপ্ন এবং নতুন সম্ভাবনা যেন হয় আল্লাহর সন্তুষ্টির পথে, আমিন।

Related Articles

Back to top button