সোনারগাঁয়ে উদ্বোধন হলো অত্যাধুনিক মানের রেস্টুরেন্ট ”পানাম ফুড পার্ক”
নিজস্ব প্রতিবেদক :
পর্যটন নগরী প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে উদ্বোধন করা হয়েছে অত্যাধুনিক মানের রেস্টুরেন্ট। ”পানাম ফুড পার্ক” নামের এই রেস্তোরাঁ দক্ষ কারিগর দিয়ে পরিচালিত হবে এবং সর্বোৎকৃষ্ট মানের খাবার পরিবেশনের কথা জানিয়েছেন এর ব্যবস্থাপক মো. রুহুল আমিন।
শনিবার দুপুরবেলা পুরান টিপরদীর মোড়ে মেঘনা ইকোনমিক জোনের বাহিরে “পানাম ফুড পার্ক” রেস্তোরাঁর শুভ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশের অন্যতম বড় শিল্পগ্রুপ মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রধান মোস্তফা কামালের ছেলে তানভীর মোস্তফা। যিনি মেঘনা গ্রুপ অব কোম্পানির তথ্যপ্রযুক্তি দেখার দায়িত্বে রয়েছেন।
পানাম ফুড পার্ক ও ফ্রেস সুপার মার্ট এর জেনারেল ম্যানাজার মো. রুহুল আমিন সোনারগাঁ টাইমসকে বলেন, বাংলাদেশে রেস্টুরেন্ট ব্যবসায় অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই “পানাম ফুড পার্ক” এর সুনাম।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলিট ক্লাসের অতিথিবৃন্দ ও পুরান টিপরদী এলাকার বিএনপির নেতৃবৃন্দ।