নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দেশের চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ায় আনন্দ মিছিল করেছে বিএনপি।
৬ আগস্ট মঙ্গলবার সকালে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মাসুম রানার নেতৃত্বে উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে পিরোজপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আনন্দ মিছিলটি চেঙ্গাকান্দি থেকে মোগরাপাড়া বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে সমবেত হয়।
এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আনন্দ মিছিল উপজেলা চত্বরে সমবেত হলে তা সমাবেশে পরিণত হয়।
সেই সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিব।