সংবাদ মাধ্যম

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোনারগাঁও প্রেস ক্লাবে আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা :


বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোনারগাঁও প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন শখ ও সানন্দার উদ্যোগে শনিবার বিকেলে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভায় অংশ নেন শখ ও সানন্দা সংগঠনের প্রতিষ্ঠাতা মুনমুন রহমান, পরিচালক মাহফুজা ইয়াসমিন কল্পনা, উপদেষ্টা বজলুল রায়হান, সাংবাদিক অধ্যক্ষ করীম রেজা, পর্যটন সাংবাদিক সমিতির সভাপতি আনজুমান আরাশিল্পী, এ সময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হুসাইন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, নির্বাহী সদস্য মনির হোসেন, সদস্য কামরুল ইসলাম পাপ্পু, সদস্য সালাউদ্দিন, সংগঠক আতিকুর রহমান, আল হাসান রিয়াজ প্রমুখ।

শখ সাহিত্য ও ভ্রমণের বন্ধনে আমরা স্লোগানকে সামনে রেখে এ অনুষ্ঠান করা হয়। আলোচনা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোনারগাঁও প্রেস ক্লাবের নেতৃবৃন্দের হাতে গাছের চারা, ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেন শখ ও সানন্দা সংগঠন।

এর আগে এ সংগঠনের পক্ষ থেকে সোনারগাঁও পানামাসিটিতে বৃক্ষ রোপণ ও লোকনাথ আশ্রম পরিদর্শন করা হয়।

Related Articles

Back to top button