আরেক দফা বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ শাখা। শনিবার (০২ মার্চ) সকাল সাড়ে সাতটায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাহবুবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মো. জাকির হোসাইনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সোনারগাঁ উপজেলায় কাঁচপুর ব্রীজের ঢাল থেকে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে ওমার আলী উচ্চ বিদ্যালয়ের মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে দলটির জেলা ও থানার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।