সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রিন্সিপাল লাপাত্তা। প্রার্থীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :


সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের কলতাপাড়া ফাযিল ডিগ্রী মাদরাসার অভিভাবক সদস্য নির্বাচনের তফসিল ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক( রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা সালাউদ্দিন মনঞ্জু। তফসিল ঘোষণার পর থেকে অত্র মাদরাসার প্রিন্সিপাল আব্দুল আউয়াল নানা অজুহাতে মাদ্রাসায় আসা বন্ধ করে দিয়েছে। গত ৩০ জুলাই থেকে ১ আগস্ট মনোনয়ন পত্র বিতরণ ও জমা নেওয়ার কথা থাকলেও নিবাচনী মনোনয়ন ফরম বিতারণ ও জমা নেয়ার দায়িত্বে থাকা মাদরাসা প্রিন্সিপাল আব্দুল আউয়াল মাদরাসায় না থাকায় অভিভাবক সদস্য প্রার্থীরা মনোনয়ন ফরম না পেয়ে হতাশ হয়ে ফিরে যায়। পরে সকল প্রার্থীরা একত্রে হয়ে মাদরাসার সামনে বিক্ষোভ মিছিল করেন এবং নির্বাচনী তফসিল স্থগিত রাখার জন্য বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন।
এই বিষয়ে মাদরাসার প্রিন্সিপাল আব্দুল আউয়ালের মোবাইল ফোনে একাধীকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা সালাউদ্দিন মনঞ্জু বলেন, ঐ মাদরাসার শিক্ষা ব্যবস্থা ধ্বংসের ধারপ্রান্তে। প্রিন্সিপাল মাদরাসায় না থাকলে আমি কি করবো। তারপরে আমি যোগাযোগের চেষ্টা করছি।

Related Articles

Back to top button