রাজনীতি

সোনারগাঁও পৌর শ্রমিক দলের সভাপতির পদত্যাগ

নিজস্ব সংবাদদাতা :

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সোনারগাঁও পৌরসভা শাখার সভাপতি মোঃ আবুল হোসেন আজ আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বুধবার (১৮ জুন) তার স্বাক্ষরিত এক চিঠিতে তিনি এই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগ পত্রে তিনি লিখেন দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও শ্রমিক দলের সাথে নিবিড়ভাবে যুক্ত থেকে বহু ত্যাগ ও সংগ্রামের সাক্ষ্য বহন করেছেন তিনি। নিজ ভাষায়, “দলের জন্য নির্যাতন সহ্য করেছি, মার খেয়েছি, জেল খেটেছি, মিথ্যা মামলার শিকার হয়েছি। তবুও বিপদের সময় দলকে একা ফেলিনি।”

তবে সাম্প্রতিক সময়ে দলের ভেতরে কিছু সুবিধাভোগী এবং হাইব্রিড বিএনপির নেতাদের কারণে যথাযথ সম্মান না পাওয়ার অভিযোগ তুলে, পৌর শ্রমিক দলের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা করেন।

তিনি বলেন,“ত্যাগের মূল্য না পেয়ে আজ আমি অবহেলার পাত্র। তাই গভীর কষ্ট থেকে আমি বিএনপি দল থেকে পদত্যাগ করছি।”

এই পদত্যাগে নারায়ণগঞ্জ জেলার শ্রমিক দল ও বিএনপির স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দলীয় ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার অভিযোগ নতুন করে সামনে এসেছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Related Articles

Back to top button