জাতীয়

পুরুষবিদ্বেষী সংস্কার বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :

এইড ফর মেন ফাউন্ডেশনের আয়োজনে শনিবার ২৬ এপ্রিল বেলা ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ কারা হয়।

এই বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি করেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিবর্জিত নারী কমিশনের প্রতিবেদন বাতিল এবং এই কমিশন বিলুপ্ত করতে হবে। নারী বিষয়ক কমিশনের প্রতিবেদন প্রত্যাখান ও কমিশন বাতিল না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন সম্পর্কে এইড ফর মেন ফাউন্ডেশনের আইন উপদেষ্টা এডভোকেট কাওসার হোসাইন বলেন, এই প্রতিবেদন সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক তো বটেই, অন্যান্য ধর্মাবলম্বীদের বিশ্বাস ও নৈতিকতার সঙ্গেও বৈসাদৃশ্যপূর্ণ। এবং এদেশের মানুষের ধর্ম পালনের সাংবিধানিক অধিকার পরিপন্থী। প্রস্তাবনায় এ দেশের সংখ্যাগরিষ্ঠ নারীদের বিশ্বাস, চিন্তা-চেতনা ও আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছে।

এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, আমরা মনে করি মূলত নারী বিষয়ক সংস্কার কমিশনের দেয়া প্রতিবেদনের পরতে পরতে আঁকা হয়েছে পরিবার ব্যবস্থা ভেঙে ফেলার ও পুরুষের অধিকার খর্ব করে পুরুষ নির্যাতনের আইনি ফাঁদের এক গভীর নীলনকশা। যাহা সম্পূর্ণ ধর্মবিদ্বেষী, পুরুষবিদ্বেষী ও পশ্চিমাদের অন্ধ অনুসারী নারীবাদী শ্রেণিদের নিয়ে গঠিত। যারা দীর্ঘদিন ধরে আমাদের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ ও পরিবার ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। এই কমিশন এদেশে পশ্চিমা ধ্যান-ধারণা চাপিয়ে দিতে সচেষ্ট। তাদের সাথে দেশের সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। অবিলম্বে আমরা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিবর্জিত এই প্রতিবেদন বাতিল এবং বিতর্কিত কমিশন বিলুপ্ত করে এদেশের মানুষের চিন্তা-চেতনা এবং সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল মানুষ এবং পুরুষ অধিকার কর্মীদের প্রতিনিধি সহ নারী বিষয়ক সংস্কার কমিশন গঠনের দাবি করছি। এবং পুরুষের অধিকার পরিপন্থী তথা পুরুষবিদ্বেষী সমস্ত প্রস্তাবনা ও আইন বাতিল করতে হবে। এছাড়াও অবিলম্বে পুরুষ সুরক্ষা কমিশন ও করতে হবে।

এইড ফর মেন ফাউন্ডেশনের সোনারগাঁ শাখার সভাপতি ও সাংবাদিক মো. শাহ্জালাল বলেন, নারী কমিশনের প্রস্তাবনায় জাতীয় সংসদের প্রস্তাবিত ৬০০ আসনের মধ্যে ৩০০ আসনে নারী কোটার দাবি শহীদদের রক্তের সাথে বেঈমানীর শামিল। গত ১৯ এপ্রিল ২০২৫, একটি সংবাদ সম্মেলনে নারী সংস্কার কমিশনের নামে নারীবাদীরা পেশাদার যৌনকর্মের বৈধতা চেয়েছ, স্ত্রী কর্তৃক স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়ার সুযোগ চেয়েছে, এবং পবিত্র কোরআনে বর্ণিত মুসলিম উত্তরাধিকার সম্পত্তি বণ্টনের আইনকে নারীর প্রতি বৈষম্যমূলক আখ্যা দিয়ে সেটি বাতিল করে পশ্চিমাদের মত বাংলাদেশেও নারীবাদী আইনে সম্পত্তি বন্টনের দাবি জানিয়েছে। যা কোন ভাবেই মেনে নেয়া সম্ভব নয়। এসব প্রতিবেদন প্রত্যাখান ও এই কমিশন বাতিল করতেই হবে।

সংগঠনের অর্থ সম্পাদক আল আমিনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, জনাব ইফতেখারুজ্জামান, ইয়াসির আরাফাত, মোহাম্মদ মহিউদ্দিন খোকন।

Related Articles

Back to top button