আড়াইহাজার

আড়াইহাজারে জামায়াতের মিছিলে বিএনপির হামলা, সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নেতাকর্মীরা।

শনিবার (১৪ জুন) আড়াইহাজারের গহরদি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরের পর গহরদী এলাকায় গণসংযোগ কর্মসূচি চালাচ্ছিলেন জামায়াতের নেতাকর্মীরা। এক পর্যায়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোতাহার হোসেন জানান, জামায়াতে ইসলামীর গণসংযোগ চলাকালীন সময়ে গহরদি বাদশার বাড়ি এলাকায় পথসভায় বিএনপি নেতাকর্মীরা এ হামলা চালায়। হামলায় অন্তত ৫ জন আহত হয়। এদের মধ্যে দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় বিএনপি নেতা শাহজাহান শিকারী ও ইউসুফ শিকারীর নেতৃত্বে এ হামলা হয়।

আড়াইহাজারে নির্বাচনী আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইলিয়াস মোল্লা জানান, বিনা উস্কানিতে এ হামলার ঘটনা ঘটিয়েছে তারা। অবিলম্বে হামলাকারীদের বিচার হতে হবে।

এ ব্যাপারে জানতে শাহজাহান শিকারীর মুঠোফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, জামায়াতের গণসংযোগ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

Related Articles

Back to top button