সারাদেশ

১৪ লাখ ইয়াবাসহ আটক ফারুকের বাড়ি থেকে দুই বস্তা টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :

 

১৪ লাখ ইয়াবাসহ আটক ইয়াবা মাফিয়াখ্যাত জহিরুল ইসলাম ফারুকের বাড়ি থেকে দুই বস্তা টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে কক্সবাজার সদরের চৌফলদন্ডী ব্রীজ এলাকায় আটকের পর, আটক জহিরুল ইসলাম ফারুকের দেয়া স্বীকারোক্তিতে ফারুকের নুনিয়ারছড়ার বাড়ি থেকে এসব টাকা উদ্ধার করেন পুলিশ।

এই অভিযান চালানোর কথা জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।

তিনি জানান, ১৪ লাখ ইয়াবাসহ আটক হওয়া জহিরুল ইসলাম ফারুককে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে বাড়িতে বিপুল টাকা রাখার কথা স্বীকার করেন তিনি।

তার দেয়া তথ্য মতে, অভিযান চালিয়ে তার বাড়ি থেকে দুটি বস্তাভর্তি টাকা উদ্ধার করা হয়। গণনা করে দুই বস্তায় এক কোটি ৭০ লাখ ৬৩ হাজার টাকা পাওয়া গেছে।

ইয়াবা এবং টাকা উদ্ধারের ঘটনায় আটক এবং চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ সুপার।

Related Articles

Back to top button