আড়াইহাজার

হত্যার ভয় দেখিয়ে পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ! শ্বশুর গ্রেফতার

আআড়াইহাজার প্রতনিধি, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যার ভয় দেখিয়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আবদুল আজিজ (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। পরে গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। তিনি মৃত আবু সাঈদ ভূঁইয়ার ছেলে ও লেগুনা চালক বলে জানা গেছে।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, আজিজের ছেলের সঙ্গে পাঁচ মাস আগে বিয়ে হয় ওই নারীর। বিয়ের পর থেকে তারা পাশাপাশি ঘরে বসবাস করে আসছিলেন। এর সুযোগে শ্বশুর বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। শ্বশুরের প্রস্তাবে রাজি না হলে বিভিন্ন ধরণে ভয়ভীতি দেখাতেন তিনি।

একপর্যায়ে গত ২৫ জুন গৃহবধূর স্বামী ব্যক্তিগত কাজে বের হন এবং শাশুড়ি বালিয়াপাড়া গ্রামে বেড়াতে যান। এ সুযোগে ঘরে ঢুকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করেন। পরে আরো কয়েকবার ধর্ষণ করে আবদুল আজিজ।

গত সোমবার বিকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে পুত্রবধূকে আবারো ধর্ষণচেষ্টা করেন শ্বশুর। এতে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আনিচুর রহমান মোল্লা আরো জানান, এ ঘটনায় ওই গৃহবধূ আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা করেন। ডাক্তারি পরীক্ষা জন্য তাকে নারায়ণগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি আজিজকে ৫ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button