সারাদেশ

স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন স্বামী। তখন স্বামী সিদ্ধান্ত নেন স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দেবেন। রাতেই তাদের বিয়ের আয়োজন করা হয়। এমন ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে। এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার মিলনপুর গ্রামের বাসিন্দা খোরশেদ দীর্ঘদিন ধরে সন্দেহ করছিলেন তার স্ত্রী একই গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু প্রমাণ ছিল না। ফলে স্ত্রী ও তার প্রেমিকের বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারছিলেন না তিনি।

তবে গতকাল সোমবার সন্ধ্যায় খোরশেদ নিজেই স্ত্রীকে পরকীয়া প্রেমিক আনোয়ারের সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। পরে তিনি সিদ্ধান্ত নেন আনোয়ারের সঙ্গে তার স্ত্রীকে বিয়ে দিয়ে দেবেন। রাতেই এলাকাবাসীদের নিয়ে তাদের বিয়ে দেন খোরশেদ।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, ‘আনোয়ার ও খোরশেদের স্ত্রীকে নিয়ে এলাকায় বহুবার সালিস বসেছে। কিন্তু প্রমাণের অভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবার খোরশেদ নিজেই তাদের ধরে ফেলেন এবং সবার সামনে তাদের বিয়ে দিয়ে দেন।’

এ বিষয়ে ৭নং- ওয়ার্ড ইউপি সদস্য মজিবর বলেন, ‘মেয়েটা আমার এলাকার। আমি ঘটনা শুনে আসছি। এখানে এসে জানতে পারি।’এই বিষয়ে গড়েয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানু রাম বর্মন বলেন, ‘আমি বিষয়টি শুনছি, তবে যা হয়েছে ভালো হয়েছে।’

ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার বিষয়ে কোনো তথ্য নেই। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button