সারাদেশ
সোস্যাল মিডিয়ায় সরকারবিরোধী পোস্ট করায় হেফাজত কর্মী আটক
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার এক হেফাজত কর্মী আটক।
আশুলিয়ার এক হেফাজত কর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়া ও নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার এক হেফাজত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হেফাজত কর্মীর নাম ফিরোজ আহমেদ টেলু বলে জানা গেছে । তিনি আশুলিয়ার পল্লীবিদুৎ এলাকার বাসিন্দা বলে জানা গেছে । ওই হেফাজত কর্মী হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের অনুসারী বলে জানিয়েছেন পুলিশ।