সোনারগাঁয়ের খবর
সোনারগাঁ থেকে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত নারীর লাশের পরিচয় মিলেছে
আক্রাম হোসাইন (ক্রাইম রিপোর্টার) সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত সেই নারী আঞ্জুমান আরা ( ৩২ )। সে ঝালকাঠি সদর উপজেলার কামরুল হাসানের স্ত্রী। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তালতলা এলাকায় রাস্তার পাশ থেকে গতকাল শুক্রবার উদ্ধার করেন পুলিশ।
নিহতের স্বামী কামরুল হাসান জানান, তার স্ত্রী গত বৃহস্পতিবার ব্যাংক থেকে ২ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। পরে অনেক খােজাঁখুজির পর শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যােগাযােগ মাধ্যমে দেখতে পেয়ে পরিচয় শনাক্ত করেন।
সােনারগাঁ থানার ওসি মােহাম্মদ হাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে রাতের আঁধারে দুবৃত্তরা অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে চলে যায়।