সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে কম্বল বিতরণ
সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে ৫ শতাধিক গরিব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকেলে সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এই আয়োজন সম্পন্ন হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, “মান্নান ভাই একজন সাধারণ মানুষ হলেও গরিবদের প্রতি তার সহানুভূতি এবং সাহায্যের হাত সবসময় প্রসারিত। সোনারগাঁয়ে অনেক ধনী ব্যক্তি থাকলেও এমন উদার মন নিয়ে সাধারণ মানুষের পাশে খুব কমই দাঁড়ান। তাই জনগণ যেন প্রকৃত সেবাদানকারীদের পাশে থাকে এবং স্বার্থান্বেষী লোকদের চিনে রাখতে পারে।”
আজহারুল ইসলাম মান্নান তার বক্তব্যে বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমি দীর্ঘদিন ধরে আমার নিজস্ব অর্থায়নে উপজেলার অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমি এটাকে আমার নৈতিক দায়িত্ব মনে করি এবং এই কাজটি মৃত্যু পর্যন্ত চালিয়ে যেতে চাই। এজন্য আমি সবার দোয়া কামনা করছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, পৌরসভা বিএনপির নেতা মোহাম্মদ রাহিম এবং সাদেকুর রহমান সেন্টু বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, শীতার্তদের মাঝে এই সহায়তা কার্যক্রম স্থানীয় সমাজে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আজহারুল ইসলাম মান্নানের এই উদ্যোগকে অনেকে দৃষ্টান্তমূলক বলে অভিহিত করেছেন।