পুলিশ

সোনারগাঁ থানা ইনচার্জ (ওসি) বদলি ; স্বস্তি জনমনে

নিজস্ব প্রতিনিধি :


মাত্র সাড়ে চার মাসের মাথায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারীকে বদলি করায় অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।

ওসি মোহাম্মদ আব্দুল বারীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’তে বদলি করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার বাংলাদেশ পুলিশের এআইজি মো: মেনহাজুল আলম, (পিপিএম) এর সাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়। তবে ওই থানায় এখনও পর্যন্ত নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

উল্লেখ্য, ৫ আগষ্টের সরকার পতনের পর গত ৮ সেপ্টেম্বর সোনারগাঁ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মোহাম্মদ আব্দুল বারী যোগদান করেন। যোগদানের পর থেকেই একটি দলের দলীয় নেতা-কর্মীরাদের সাথে মিলে মিশে থানাকে দলীয় কার্যালয়ে পরিনত করেন। এতে সাধারণ মানুষের প্রয়োজনীয় আইনি সহযোগীতা নিতে আসা লোকদের সেবার মান নিশ্চিত করতে পারেননি পুলিশ।

এ নিয়ে মিডিয়াতে ও সামাজিক যোগাযোগ মধ্যমে লেখালিখিও হয়।

Related Articles

Leave a Reply

Back to top button