সোনারগাঁ উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের আহবায়ক কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁ উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের কমিটি গঠন করা হয়েছে। ১২ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় সোনারগাঁ পৌরসভার হল রুমে উপজেলা যুব মহিলা লীগের কর্মি সভায় ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে আলেয়া আক্তারকে আহ্বায়ক, বিনু আক্তার ও সন্ধ্যা ইসলাম সূচনাকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার। সোনারগাঁ আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য নাসরিন সুলতানা ঝরার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ থানা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রাশিদা পারভীন মনি, যুগ্ম সম্পাদক জেদ্দা পারভীন খান রিমি ও সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াসমিন বিপ্লবী।