ইতিহাস ও সংস্কৃতি
সোনারগাঁয়ে ১ মার্চ থেকে শুরু হবে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মাসব্যাপী মেলা ও লোকজ উৎসব আগামী ১ মার্চ থেকে শুরু হবে।
মঙ্গলবার ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সংস্কৃতি মন্ত্রী কে এম খালিদ সভাপতিত্ব করেন। প্রসঙ্গঃ প্রতিবছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে লোকজ উৎসব শুরু হলেও এ বছর করোনা মহামারীর কারনে মাসব্যাপী মেলা ও লোকজ উৎসব পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।