সোনারগাঁয়ের খবর
সোনারগাঁয়ে স্বাস্থ্যবিধি মেনে সকল পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার ঘোষনা
মাজেদ ভূঁইয়া (পৌরসভা প্রতিনিধি), সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সােনারগাঁ উপজেলায় বিভিন্ন পর্যটনকেন্দ্র স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার থেকে খুলে দেয়ার ঘোষনা দেওয়া হয়েছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ লােক ও কারুশিল্প ফাউন্ডেশন, বাংলার তাজমহল, বাংলার পিরামিড, বারদী লােকনাথ আশ্রম, জ্যোতি বসুর বাড়ি খুলে দেওয়া হয়েছে।
আজ শুক্রবার থেকে খুলছে পানাম নগর। বিভিন্ন পর্যটনকেন্দ্র সূত্রে জানা যায়, সােনারগাঁয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্র গত ১ এপ্রিল থেকে করােনা মহামারির কারণে সরকারি সিদ্ধান্ত মােতাবেক বন্ধ করে দেওয়া হয়।
দীর্ঘ প্রায় ৫ মাস পর পুনরায় কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে পর্যটন নগরী সােনারগাঁয়ে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মােঃ আতিকুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি মেনে সােনারগাঁয়ের পর্যটনকেন্দ্রগুলাে খুলে দেওয়া হয়েছে।