সনাতন ধর্মাবলম্বীদের বছরের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার মহানবমী পূজার দিন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ডাঃ আবু জাফর চৌধুরী বিরু।
বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত সোনারগাঁ উপজেলার মন্ডপ গুলো পরিদর্শন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে পূজা উদ্যাপন কমিটি এবং উপস্থিত ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে আবু জাফর চৌধুরী বিরু বলেন, শুধু নারায়ণগঞ্জ জেলাই নয় সারা দেশের অন্য যে কোন উপজেলার চেয়ে ভাণ্ডারিয়া উপজেলার মানুষের মধ্যে সম্প্রীতির একটি মেল বন্ধন রয়েছে। এ উপজেলার মানুষ অতিথিপরায়ণ।