সোনারগাঁয়ে ব্যবসায়ীর বাড়ীতে সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকী
সোনারগাঁ প্রতিনিধি, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
\
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই ব্যবসায়ীর বাড়ী ঘরে স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। এঘটনায় সোনারগাঁ থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগসূত্রে জানা গেছে, পৌরসভার হামছাদী এলাকার স্থানীয় মোতাহার সরকারের দুই ছেলে মোঃ রাকিব সরকার ও মোঃ বায়েজিদ, মোশারফ সরকারের ছেলে মোঃ রাসেল সরকার, বাহাউদ্দিনের দুই ছেলে মোঃ সাদ্দাম ওরফে হোসাইন ও মোঃ লাদেম ওরফে ফয়সালসহ অজ্ঞাতনামা আরও কতিপয় সন্ত্রাসী মিলে গত শনিবার সকালে পূর্ব শত্রæতার জের ধরে ব্যবসায়ী মাসুদুর রহমান মোল্লা ও তার চাচাতো ভাই আহসান উল্লাহর বাড়ীতে প্রবেশ করে দেশীয় অস্ত্র-শস্ত্র দাঁ, ছোড়া ও লাঠিসোটা নিয়ে বাড়ীঘরে হামলা চালিয়ে মারধর করে মারাত্মক ভাবে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
হামলায় আহত মাসুদুর রহমান মোল্লা জানান, পূর্ব শত্রæতার জের ধরে পৌর এলাকার হামছাদী গ্রামের মোঃ রাকিব সরকার ও মোঃ বায়েজিদ, মোঃ রাসেল সরকার, মোঃ সাদ্দাম ওরফে হোসাইন ও মোঃ লাদেম ওরফে ফয়সালসহ অজ্ঞাতনামা আরও অজ্ঞাত সন্ত্রাসীরা আমাদের বাড়ীতে প্রবেশ করে আমাকে, আমার পিতা ও আমার চাচাতো ভাই আহসান উল্লাহসহ পরিবারের অন্যান্য সবাইকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে এবং বাড়ি ঘরে হামলা চালিয়ে সমস্ত আসবাবপত্র ভাংচুর করে বহু টাকার ক্ষতি সাধন করে। পরে আমাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে প্রতিবেশী আব্দুল আলী নামে একজনকে মারত্মক ভাবে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। কিছুদিন আগেও তারা জোরপূর্বক আমার চাচাতো ভাই কুয়েত প্রবাসী হাফিজুর রহমান মোল্লার বাড়ীতে লাগানো ৬২টি লিচু গাছ কেটে ফেলে ক্ষতি সাধন করে। ইতিপূর্বে উক্ত সন্ত্রাসীরা আমার বাবাকে রাস্তায় একা পেয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করে প্রাণ নাশের হুমকী প্রদান করে।
এদিকে হামলায় আহত আঃ রশিদ জানান, সন্ত্রাসীরা এলাকায় সব সময় চাঁদাবাজি করে বেড়ায়। এলাকায় যারা একটু বেশী স্বাবলম্বী তাদের নিকট মোটা অংকের চাঁদা দাবী করে থাকে। না দিলে হামলা চালিয়ে মারধর করে থাকে। অপরদিকে আহসান উল্লাহ নামে আরেক ব্যক্তিও একই অভিযোগ করে উল্লেখিত সন্ত্রাসীদের বিরুদ্ধে।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, হামলার ঘটনায় লিখিত দু’টি অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।