সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ১১টি চোরাই গরু উদ্ধার
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম:
সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন থেকে সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১১টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে বৈদ্যেরবাজার ইউপির দামোদরদী গ্রামের কামাল ও আবু কালামের বাড়ী থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের করা হয়েছে।
সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার পঙ্কজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরে অভিযান চালিয়ে বৈদ্যেরাবজার ইউনিয়নের আনন্দবাজার এলাকার দামোদরদী গ্রামের কামাল হোসেনের বাড়ীতে ৮টি ও একই এলাকার আবুল কালামের বাড়ী থেকে ৩টি গরু উদ্ধার করা হয়।
গরুগুলো উদ্ধারের খবর পেয়ে কামাল ও কালাম বাড়ি থেকে পালিয়ে যায়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মেঘনা নদী দিয়ে ব্যবসায়ীরা গরু নিয়ে যাতায়াত করার সময় ডাকাত কিংবা চোরেরা চুরি করে এখানে এনে জবাই করে মাংস বিক্রি করে।
এ ১১টি গরু চুরির সাথে মেঘনা নদী ডাকাতদল ও সংঘবদ্ধ চোর জড়িত আছে। বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহনের চেষ্টা করছি।