পুলিশ

সোনারগাঁয়ে দুর্ধর্ষ চুরি,পুলিশ সুপারের নির্দেশে ৩ ঘন্টার মধ্যে গ্রেফতার হয় চোর ও উদ্ধার মাল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চিলারবাগ গ্রামে সজিব মিয়ার মুদির দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের তালা কেটে টেলিভিশন ও টাকা পয়সা হাতিয়ে নেয় চোর। এ ঘটনায় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে ৩ ঘন্টার মধ্যে গ্রেফতার হয় চোর ও উদ্ধার হয় চুরি হওয়া মাল।

সজিব মিয়া জানায়, শনিবার দিবাগত ভোর রাতে তার মুদির দোকানের তালা কাটিয়া অজ্ঞাত নামা চোর ১টি ২২ ইঞ্চি টেলিভিশন চুরি হয়। যার মূল্য ১৪০০০ (চৌদ্দ হাজার) টাকা। এছাড়াও টাকা পয়সা নিয়ে যায়।

এ ঘটনায় রবিবার সকালে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করলে, পুলিশ দুপুরবেলাই চুরি যাওয়া টেলিভিশন উদ্ধার করে ও চোর শাকিবকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, মাননীয় পুলিশ সুপার নারায়ণগঞ্জ স্যারের নির্দেশনায় মামলা রজুর ০৩ ঘন্টা ০৫ মিনিট সময়ের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং দুপুরের মধ্যেই চুরি যাওয়া টেলিভিশন উদ্ধার করে ও চোর শাকিবকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

Related Articles

Back to top button