রাজনীতি

সোনারগাঁয়ে জাক জমকপূর্ণ আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন জাক জমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করলো সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার সকাল ১০ টায় মোগরাপাড়া চৌরাস্তায় উপজেলার কেন্দ্রীয় পার্টি অফিসে দোয়া, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে প্রধান মন্ত্রীর ৭৫তম জন্মদিনের শুভ শুচনা উদ্বোধন করেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।

এ সময় দোয়া পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়সার।

এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া, যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা যুবলীগের সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, আহবায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক, সাধারণ সম্পাদক রবিন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী যুব পরিষদের সভাপতি এডভোকেট ফজলে ফজলে রাব্বী, আহবায়ক কমিটির সদস্য ও মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য নাসরিন সুলতানা ঝরা, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, পিরোজপুরের আওয়ামীলীগ নেতা আমীর হোসেন আমু, শামসুজ্জামান ছামছু, সম্ভুপুরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এডভোকেট নূরজাহান, আবুবক্কর সিদ্দিক, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হাজী শাহ মো. সোহাগ রনি, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, পিরোজপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সাত্তারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button