সোনারগাঁয়ে আজও ভয়ংকর গতিতে করোনা ! ২৩ জনের দেহে সনাক্ত
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
ভয়ংকর গতিতে করোনা রোগীর সংখ্যা বারছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। আজ নতুন করে আরো ২৩ জন করোনায় আক্রান্তের খবর দিয়েছন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা। শুক্রবার দুপুরবেলা তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৩৭ জনের করোনার নমুনা পরিক্ষায় ২৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। যা নমুনা সংগ্রহ এর তুলনায় ৬২ শতাংশ।
তিনি বলেন, বর্তমানে সোনারগাঁয়ে করোনা রোগীর সংখ্যা ১৩৪৬ জন, মৃত্যুবরণ করেছেন ৩৮ জন ও সুস্থ হয়েছেন ১২০০ জন।
গত ২৪ ঘন্টায় আক্রান্ত রোগীর মধ্য কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় ১ জন পুরুষ, মোগড়াপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় ১ জন মহিলা, হাবিবপুর এলাকার ২ জন মহিলা, বাড়িমজলিস এলাকায় ২ জন মহিলা, পিরোজপুর ইউনিয়নের ঝাউচরে ৪ জন পুরুষ, মেঘনা ক্যামিকেল প্ল্যান্ট এলাকায় ১ জন পুরুষ, জৈনপুর এলাকায় ১ জন পুরুষ, নিউটাউন এলাকায় ১ জন পুরুষ, পিরোজপুর এলাকায় ১ জন পুরুষ, পাচঁআনি এলাকায় ১ জন মহিলা, নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদিতে ১ জন পুরুষ, শম্ভুপুরা ইউনিয়নের গজারিয়ার পাড় এলাকায় ১ জন পুরুষ, সনমান্দী ইউনিয়নের সনমান্দি এলাকায় ১ জন পুরুষ, বারদি ইউনিয়নের বারদি এলাকায় ১ জন পুরুষ ও সোনারগাঁও পৌরসভার মল্লিকপাড়া এলাকায় ১ জন পুরুষ, ১ জন মহিলা, ইছাপাড়া এলাকায় ১ জন পুরুষ, ১ জন মহিলা। আক্রান্ত সবাই প্রাপ্ত বয়স্ক।