মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা শহিদ মিনারে সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ উপজেলা শাখার নেতাকর্মীরা।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উত্তর শাখার সেক্রেটারি মোঃ মাওলানা ইবরাহীম হাসান এবং সোনারগাঁ দক্ষিণ শাখার সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম মোল্লাসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
দোয়া ও শ্রদ্ধা নিবেদন শেষে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজিত বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুচকাওয়াজ ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন তারা।
অনুষ্ঠান শেষে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বিজয় দিবসের তাৎপর্য নিয়ে মতবিনিময় করেন।




