
তথাকথিত লকডাউনের প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ভোরে উপজেলার কাচপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই জামায়াত ও শিবিরের কয়েক শ নেতাকর্মী কাচপুর এলাকায় জড়ো হন। পরে তারা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে লকডাউনের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।
সোনারগাঁ উপজেলা উত্তর জামায়াতের আমির মাওলানা ইসহাক মিয়া বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছি। দেশের স্বাভাবিক চলাচলে যেন কোনো বাধা না আসে, সে বিষয়েও আমরা সতর্ক ছিলাম।
এ সময় মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটলেও পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে।




